11. সূর্যের নীচে আমি আরও কিছু দেখেছি, তা হল:যারা তাড়াতাড়ি দৌড়ায় তারাই যে সব সময় জয়ী হয়, তা নয়;শক্তিশালীরা যে সব সময় যুদ্ধে জয়ী হয়, তা নয়;জ্ঞানীরা যে সব সময় পেট ভরে খাবার পায়, তা নয়;বুদ্ধিমানেরা যে সব সময় ধনী হয়, তা নয়;দক্ষ লোকেরা যে সব সময় সুযোগ পায়, তা নয়;কারণ তারা সকলেই সময় ও সুযোগের হাতে বাঁধা।
12. কেউ জানে না তার মৃত্যুর সময় কখন আসবে। যেমন করে মাছ নিষ্ঠুর জালে ধরা পড়ে আর পাখীরা ফাঁদে পড়ে তেমনি করে বিপদ হঠাৎ মানুষের উপর এসে পড়ে এবং তাকে ফাঁদে ফেলে।
13. আমি সূর্র্যের নীচে জ্ঞান সম্বন্ধে আর একটা ব্যাপার দেখলাম যা আমার মনে গভীরভাবে দাগ কাটল।
14. একটা ছোট শহরে অল্প লোক ছিল। একজন শক্তিশালী রাজা তার বিরুদ্ধে এসে সেটা ঘেরাও করে আক্রমণ করবার জন্য প্রস্তুত হল।
15. সেই শহরে একজন জ্ঞানী গরীব লোক ছিল। সে তার জ্ঞান দিয়ে শহরটা রক্ষা করল, কিন্তু কেউই সেই গরীব লোকটিকে মনে রাখল না।
16. তাই আমি বললাম, “শক্তির চেয়ে জ্ঞান ভাল,” কিন্তু গরীব লোকের জ্ঞানকে তুচ্ছ করা হয় এবং তার কথা কেউ শোনে না।
17. বোকাদের শাসনকর্তার চিৎকারের চেয়েবরং জ্ঞানীদের শান্তিপূর্ণ কথা শোনা ভাল।