উপদেশক 7:15-21 পবিত্র বাইবেল (SBCL)

15. আমার এই অসার জীবনকালে আমি দেখেছি যে,একজন সৎ লোক তার সততার মধ্যে ধ্বংস হয়ে যায়,আর একজন দুষ্ট লোক তার দুষ্টতার মধ্যেঅনেক দিন বেঁচে থাকে।

16. নিজের চোখে অতিরিক্ত সৎ কিম্বা অতিরিক্ত জ্ঞানী হোয়ো না।কেন তুমি নিজেকে ধ্বংস করবে?

17. দুষ্টতার বশে থেকো না, বোকামিও কোরো না।কেন তুমি অসময়ে মারা যাবে?

18. এই দু’টা উপদেশ ধরে রেখো, কোনটাকেই ছেড়ে দিয়ো না;যে লোক ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করেসে কোন কিছুই অতিরিক্ত করে না।

19. দশজন শাসনকর্তা শহরকে যত না শক্তিশালী করেজ্ঞান একজন জ্ঞানী লোককে তার চেয়েও শক্তিশালী করে।

20. পৃথিবীতে এমন কোন সৎ লোক নেইযে সব সময় ভাল কাজ করে, কখনও পাপ করে না।

21. লোকে যা বলে তার সব কথায় কান দিয়ো না,হয়তো শুনবে যে, তোমার চাকর তোমাকে অভিশাপ দিচ্ছে;

উপদেশক 7