13. ঈশ্বরের কাজ ভেবে দেখ।তিনি যা বাঁকা করেছেন কে তা সোজা করতে পারে?
14. সুখের দিনে সুখী হও;কিন্তু দুঃখের দিনে এই কথা ভেবে দেখো যে,ঈশ্বর যেমন সুখ রেখেছেন তেমনি দুঃখও রেখেছেন,যেন মানুষ তার ভবিষ্যতের কোন কিছুইজানতে না পারে।
15. আমার এই অসার জীবনকালে আমি দেখেছি যে,একজন সৎ লোক তার সততার মধ্যে ধ্বংস হয়ে যায়,আর একজন দুষ্ট লোক তার দুষ্টতার মধ্যেঅনেক দিন বেঁচে থাকে।
16. নিজের চোখে অতিরিক্ত সৎ কিম্বা অতিরিক্ত জ্ঞানী হোয়ো না।কেন তুমি নিজেকে ধ্বংস করবে?
17. দুষ্টতার বশে থেকো না, বোকামিও কোরো না।কেন তুমি অসময়ে মারা যাবে?
18. এই দু’টা উপদেশ ধরে রেখো, কোনটাকেই ছেড়ে দিয়ো না;যে লোক ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করেসে কোন কিছুই অতিরিক্ত করে না।
19. দশজন শাসনকর্তা শহরকে যত না শক্তিশালী করেজ্ঞান একজন জ্ঞানী লোককে তার চেয়েও শক্তিশালী করে।