1. সব কিছুর জন্য একটা সময় আছে;আকাশের নীচে প্রত্যেকটি কাজেরইএকটা নির্দিষ্ট সময় আছে-
2. জন্মের সময় ও মরণের সময়,বুনবার সময় ও উপ্ড়ে ফেলবার সময়,
3. মেরে ফেলবার সময় ও সুস্থ করবার সময়,ভেংগে ফেলবার সময় ও গড়বার সময়,
4. কাঁদবার সময় ও হাসবার সময়,শোক করবার সময় ও নাচবার সময়,
5. পাথর ছুঁড়বার সময় ও সেগুলো জড়ো করবার সময়,ভালবেসে জড়িয়ে ধরবার সময় ও জড়িয়ে না ধরবার সময়,
6. খুঁজে পাওয়ার সময় ও হারাবার সময়,রাখবার সময় ও ফেলে দেবার সময়,
7. ছিঁড়ে ফেলবার সময় ও সেলাই করবার সময়,চুপ করে থাকবার সময় ও কথা বলবার সময়,
8. ভালবাসবার সময় ও ভাল না বাসবার সময়,যুদ্ধের সময় ও শান্তির সময়।
9. যে কাজ করে সে তার পরিশ্রমের কি ফল পায়?
10. ঈশ্বর মানুষের উপর যে বোঝা চাপিয়ে দিয়েছেন তা আমি দেখেছি।
11. তিনি সব কিছুর জন্য উপযুক্ত সময় ঠিক করে রেখেছেন। তিনি মানুষের অন্তরে অনন্তকাল সম্বন্ধে বুঝবার ইচ্ছা দিয়েছেন, কিন্তু তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত কি করেন তা মানুষ বুঝতে পারে না।
12. আমি জানি, মানুষের জীবনকালে আনন্দ ও ভাল কাজ করা ছাড়া তার জন্য আর ভাল কিছু নেই।