6. রূপার তার ছিঁড়ে যাওয়ার আগে,কিম্বা সোনার পাত্র ভেংগে যাওয়ার আগে,ফোয়ারার কাছে কলসী চুরমার করার আগে,কিম্বা কূয়ার জল তোলার চাকা ভেংগে যাওয়ার আগেতোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর।
7. মাটি মাটিতেই ফিরে যাবে,আর যে আত্মা ঈশ্বর দিয়েছেনসেই আত্মা তাঁর কাছেই ফিরে যাবে।
8. উপদেশক বলছেন, “অসার, অসার, সব কিছুই অসার!”
9. উপদেশক নিজে জ্ঞানী ছিলেন এবং তিনি লোকদেরও জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি চিন্তা করে ও পরীক্ষা করে অনেক চলতি কথা সাজিয়েছেন।
10. তিনি উপযুক্ত শব্দের খোঁজ করেছেন, আর তিনি যা লিখেছেন তা খঁাঁটি ও সত্যি কথা।
11. জ্ঞানী লোকদের কথা রাখালের খোঁচানো লাঠির মত। তাঁদের কথাগুলো একত্র করলে মনে হয় যেন সেগুলো সব শক্ত করে গাঁথা পেরেক। সেই সব একজন রাখালের দেওয়া কথা।