উপদেশক 11:6-9 পবিত্র বাইবেল (SBCL)

6. তোমার বীজ সকালে বোনো,বিকালেও তোমার হাতকে সেই কাজ করতে দিয়ো,কারণ কোন্‌ সময়ের কাজ সফল হবেনাকি দু’টাই সমানভাবে ভাল হবে,তা তো তুমি জান না।

7. আলো সুন্দর, আর সূর্য দেখতে পাওয়া ভাল।

8. একজন লোক যদি অনেক বছর বেঁচে থাকেতবে সে যেন সেই দিনগুলোতে আনন্দ ভোগ করে।কিন্তু অন্ধকারের দিনগুলোর কথাও যেন সে মনে রাখে,কারণ সেগুলো হবে অনেক।যা কিছু ঘটবে তা সবই অস্থায়ী।

9. হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও,যুবা বয়সের দিনগুলোতে তোমার অন্তরতোমাকে আনন্দিত করুক।তোমার অন্তরের ইচ্ছামত পথে চলআর তোমার চোখে যা ভাল লাগে তা-ই কর,কিন্তু জেনে রেখো, এই সব কাজের জন্যঈশ্বর তোমার বিচার করবেন।

উপদেশক 11