উপদেশক 10:4-8 পবিত্র বাইবেল (SBCL)

4. শাসনকর্তা যদি তোমার উপর রেগে ওঠেনতবুও তুমি তোমার পদ ত্যাগ কোরো না;শান্তভাব থাকলে বড় বড় অন্যায়ও ক্ষমা করা যায়।

5. সূর্যের নীচে আমি একটা ব্যাপার দেখেছি যা ঠিক নয়:শাসনকর্তারা এই রকমের ভুল করে থাকে-

6. বুদ্ধিহীনেরা নিযুক্ত হয় বড় বড় পদে,আর ধনীরা নিযুক্ত হয় নীচু পদে।

7. আমি দাসদের ঘোড়ার পিঠে আর উঁচু পদের কর্মচারীদেরদাসের মত পায়ে হেঁটে চলতে দেখেছি।

8. যে গর্ত খোঁড়ে সে তার মধ্যে পড়তে পারে;যে দেয়াল ভাংগে তাকে সাপে কামড়াতে পারে।

উপদেশক 10