ইয়োব 9:3-5 পবিত্র বাইবেল (SBCL)

3. কেউ যদি তাঁর সংগে তর্কাতর্কি করতে চায়,তবে তিনি হাজারটা প্রশ্ন করলেওসে একটারও উত্তর দিতে পারবে না।

4. তাঁর জ্ঞান গভীর, তাঁর শক্তি অসীম;কে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে রক্ষা পেয়েছে?

5. তিনি হঠাৎ পাহাড়-পর্বতকে সরিয়ে দেন,ক্রোধে সেগুলোকে ধ্বংস করেন;

ইয়োব 9