10. তিনি এমন সব মহৎ কাজ করেন যা বোঝা যায় নাআর এমন আশ্চর্য আশ্চর্য কাজ করেন যার সংখ্যা গোণা যায় না।
11. “তিনি আমার সামনে দিয়ে যান, আমি তাঁকে দেখতে পাই না;তিনি কাছ দিয়ে যান, আমি তাঁকে চিনতে পারি না।
12. যদি তিনি কেড়ে নেন কে তাঁকে বাধা দিতে পারে?কে তাঁকে বলতে পারে, ‘তুমি কি করছ?’
13. ঈশ্বর তাঁর ক্রোধ দমন করেন না;এমন কি, জল-দানব রহবের সাহায্যকারীরাওতাঁর পায়ের কাছে ভয়ে জড়সড় হয়েছিল।
14. “তাহলে কেমন করে আমি তাঁর কথার উত্তর দেব?তাঁকে বলবার জন্য কোথায় কথা খুঁজে পাব?