1. তখন শূহীয় বিল্দদ উত্তরে বললেন,
2. “তুমি আর কতক্ষণ এই সব কথা বলতে থাকবে?তোমার কথাগুলো ঝোড়ো বাতাসের মত।
3. ঈশ্বর কি ন্যায়ের বিরুদ্ধে কাজ করেন?সর্বশক্তিমান কি ঠিক্কে বেঠিক করেন?
4. তোমার ছেলেমেয়েরা নিশ্চয়ই তাঁর বিরুদ্ধে পাপ করেছে,সেইজন্য তিনি পাপের শাস্তির হাতে তাদের তুলে দিয়েছেন।
5. কিন্তু তুমি যদি আগ্রহী হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করআর সর্বশক্তিমানের কাছে অনুরোধ জানাও,