17. “মানুষ কি যে, তাকে তুমি এত দাম দাও,আর তার প্রতি তুমি এত মনোযোগ দাও,
18. প্রতিদিন সকালে তুমি তার খোঁজ নাও,আর প্রতি মুহূর্তে তাকে তুমি পরীক্ষা কর?
19. আমার দিক থেকে কি তোমার চোখ ফিরাবে না,কিম্বা ঢোক গিলতেও কি আমাকে সময় দেবে না?
20. হে মানুষের পাহারাদার, আমি যদি পাপ করেই থাকিতবে তাতে তোমার কি?তুমি কেন আমাকে তোমার তীরের লক্ষ্যস্থান করেছ?আমি কি তোমার বোঝা হয়েছি?