13. যখন ভাবি আমার বিছানা আমাকে সান্ত্বনা দেবেআর আমার ঘুম আমার দুঃখ কমাবে,
14. তখন তুমি নানা স্বপ্ন দেখিয়ে আমাকে ভয় দেখাও,নানা দর্শন দিয়ে আমাকে ভীষণ ভয় ধরিয়ে দাও।
15. তাতে এই কংকাল শরীরে বেঁচে থাকার চেয়েকেউ আমাকে শ্বাস বন্ধ করে মেরে ফেলুক তা-ই আমি চাই।
16. আমার প্রাণকে আমি ঘৃণা করি;আমি তো চিরকাল বেঁচে থাকতে চাই না।আমাকে ছেড়ে দাও;আমার আয়ু তো ক্ষণস্থায়ী।
17. “মানুষ কি যে, তাকে তুমি এত দাম দাও,আর তার প্রতি তুমি এত মনোযোগ দাও,
18. প্রতিদিন সকালে তুমি তার খোঁজ নাও,আর প্রতি মুহূর্তে তাকে তুমি পরীক্ষা কর?
19. আমার দিক থেকে কি তোমার চোখ ফিরাবে না,কিম্বা ঢোক গিলতেও কি আমাকে সময় দেবে না?
20. হে মানুষের পাহারাদার, আমি যদি পাপ করেই থাকিতবে তাতে তোমার কি?তুমি কেন আমাকে তোমার তীরের লক্ষ্যস্থান করেছ?আমি কি তোমার বোঝা হয়েছি?
21. কেন তুমি আমার দোষ ও আমার পাপ ক্ষমা কর না?কারণ আমাকে তো শীঘ্রই মাটিতে শুতে হবে;তুমি আমার খোঁজ করবে, কিন্তু আমি থাকব না।”