ইয়োব 7:11-14 পবিত্র বাইবেল (SBCL)

11. “কাজেই আমি আর চুপ করে থাকব না।আমার মনের দারুণ ব্যথায় আমি কথা বলব;আমার তেতো প্রাণে আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করব।

12. আমি কি সমুদ্র নাকি সাগরের জল-দানব যে,তুমি আমাকে পাহারা দিয়ে রেখেছ?

13. যখন ভাবি আমার বিছানা আমাকে সান্ত্বনা দেবেআর আমার ঘুম আমার দুঃখ কমাবে,

14. তখন তুমি নানা স্বপ্ন দেখিয়ে আমাকে ভয় দেখাও,নানা দর্শন দিয়ে আমাকে ভীষণ ভয় ধরিয়ে দাও।

ইয়োব 7