2. “আমার দারুণ যন্ত্রণা যদি ওজন করা যেত,আমার সমস্ত দুর্দশা যদি দাঁড়িপাল্লায় তোলা হত,
3. তবে তা নিশ্চয়ই সাগর পারের বালুকণার চেয়েও ওজনে বেশী হত;সেজন্যই আমার কথাবার্তায় কোন লাগাম নেই।
4. সর্বশক্তিমানের তীর আমাকে বিঁধেছে,আমার প্রাণ সেগুলোর বিষ খাচ্ছে;ঈশ্বরের ভয়ংকর কাজগুলো আমার বিরুদ্ধে সারি বেঁধে দাঁড়িয়েছে।
5. ঘাস পেলে কি বুনো গাধা চিৎকার করে,কিম্বা খড় পেলে কি গরু ডাকে?
6. স্বাদহীন খাবার কি নুন ছাড়া খাওয়া যায়,কিম্বা ডিমের লালায় কি কোন স্বাদ আছে?
7. আমি তা খেতে চাই না;তা খেলে আমি অসুস্থ হয়ে পড়ি।
8. “আহা, আমার অনুরোধ যেন রক্ষা হয়,ঈশ্বর যেন আমার আশা পূর্ণ করেন,
9. আমাকে যেন তিনি চুরমার করে ফেলেনএবং হাত বাড়িয়ে আমাকে মেরে ফেলেন!
10. তাহলে আমার এই সান্ত্বনা থাকবে,ভীষণ যন্ত্রণার মধ্যেও আমার এই আনন্দ থাকবে যে,সেই পবিত্রজনের কথা আমি অস্বীকার করি নি।