10. তিনি পৃথিবীতে বৃষ্টি দান করেনআর জমির উপর জল পাঠিয়ে দেন।
11. নীচু অবস্থার লোকদের তিনি উঁচুতে তোলেন;যারা শোক করে তাদের তিনি নিরাপদে রাখেন।
12. ধূর্ত লোকদের পরিকল্পনা তিনি নিষ্ফল করে দেন,তাই তারা কোন সফলতা লাভ করতে পারে না।
13. তিনি জ্ঞানীদের তাদের চালাকীর মধ্যে ধরেন,আর ছলনাকারীদের ফন্দি নিষ্ফল হয়ে যায়।
14. দিনের বেলাতেই তাদের উপর অন্ধকার নেমে আসে;দুপুরে তারা রাতের বেলার মত হাত্ড়ে বেড়ায়।
15. তিনি ধারালো জিভের হাত থেকে অভাবীদের বাঁচান;শক্তিশালীদের মুঠো থেকে তাদের রক্ষা করেন।
16. সেইজন্য অসহায় লোকেরা আশায় বুক বাঁধে,আর অবিচার বন্ধ হয়ে যায়।
17. “ধন্য সেই লোক, যাকে ঈশ্বর সংশোধন করেন।কাজেই সর্বশক্তিমানের শাসনকে তুচ্ছ কোরো না,
18. কারণ তিনি ক্ষত করেন, আবার তা বেঁধেও দেন;তিনি আঘাত করেন, আবার তাঁর হাতই তা সুস্থ করে।
19. ছয়টা বিপদ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন,সাতটা বিপদের সময় তোমার কোন ক্ষতি হবে না।
20. দুর্ভিক্ষের সময় তিনি তোমাকে মৃত্যু থেকে রক্ষা করবেন,আর যুদ্ধের সময় রক্ষা করবেন তলোয়ারের আঘাত থেকে।
21. জিভের আঘাত থেকে তিনি তোমাকে রক্ষা করবেন;বিপদ আসলে তুমি ভয় পাবে না।
22. ধ্বংস ও দুর্ভিক্ষের সময় তুমি হাসবে;বুনো পশুদের তুমি ভয় করবে না।
23. তোমার জমিতে কোন পাথর থাকবে না;বুনো পশুরা তোমাকে আক্রমণ করবে না।
24. তুমি জানবে যে, তোমার তাম্বু নিরাপদ;তোমার সম্পত্তির হিসাব নিলে পর দেখবেতোমার কিছুই হারায় নি।