1. “তুমি ডাক দেখি, কে তোমাকে উত্তর দেবে?তুমি কোন্ স্বর্গদূতের কাছে সাহায্য চাইবে?
2. বিরক্তিবোধ অসাড় বিবেক লোকদের শেষ করে দেয়আর হিংসা বোকাদের মেরে ফেলে।
3. অসাড় বিবেক লোককে আমি উন্নতি করতে দেখলামআর তখনই তার ঘরকে অভিশপ্ত বলে ঘোষণা করলাম।
4. তার সন্তানেরা নিরাপদে থাকে না;বিচারের জায়গাতেই তারা সব কিছু হারায়,তাদের রক্ষাকারী কেউ থাকে না।
5. ক্ষুধিত লোকেরা তার শস্য খেয়ে ফেলে,এমন কি, কাঁটার বেড়ার মধ্য থেকেও তারা তা তুলে নেয়;অভাবীরা তার ধন-সম্পদের জন্য খুব আগ্রহী হয়।
6. মাটি থেকে কষ্ট উঠে আসে না,কিম্বা জমি থেকে দুঃখ গজায় না।
7. যেমন সত্যি যে আগুনের ফুল্কি উপরের দিকে ওঠে,তেমনি সত্যি যে, মানুষ কষ্ট পাবার জন্যই জন্মে।
8. “কিন্তু আমি হলে ঈশ্বরের সাহায্য চাইতাম,তাঁর কাছে আমার মামলাটা তুলে ধরতাম।
9. তিনি এমন সব মহৎ কাজ করেনযার গভীরতা মাপা যায় না;তিনি এমন সব আশ্চর্য কাজ করেনযা গুণে শেষ করা যায় না।
10. তিনি পৃথিবীতে বৃষ্টি দান করেনআর জমির উপর জল পাঠিয়ে দেন।
11. নীচু অবস্থার লোকদের তিনি উঁচুতে তোলেন;যারা শোক করে তাদের তিনি নিরাপদে রাখেন।
12. ধূর্ত লোকদের পরিকল্পনা তিনি নিষ্ফল করে দেন,তাই তারা কোন সফলতা লাভ করতে পারে না।
13. তিনি জ্ঞানীদের তাদের চালাকীর মধ্যে ধরেন,আর ছলনাকারীদের ফন্দি নিষ্ফল হয়ে যায়।
14. দিনের বেলাতেই তাদের উপর অন্ধকার নেমে আসে;দুপুরে তারা রাতের বেলার মত হাত্ড়ে বেড়ায়।