22. তার ঘাড়ে শক্তি থাকে;ভীষণ ভয় তার আগে আগে চলে।
23. তার মাংসপেশীগুলো শক্তভাবে যুক্ত;সেগুলো শক্তভাবে থাকে, নড়ে না।
24. তার বুক পাথরের মত শক্ত,তা যাঁতার নীচের অংশের মত শক্ত।
25. সে উঠলে শক্তিশালীরা ভয় পায়;তারা ভয়ে পিছিয়ে যায়।
26. তলোয়ার দিয়ে তাকে আঘাত করলেও তার কিছু হয় না;বর্শা, বল্লম বা ছোট তীর ছুঁড়লেও কিছু হয় না।
27. সে লোহাকে খড় মনে করেআর ব্রোঞ্জকে মনে করে পচা কাঠের মত।
28. কোন তীর তাকে তাড়িয়ে দিতে পারে না;ফিংগার পাথর তার কাছে যেন তুষ।
29. গদা তার কাছে এক টুকরা খড়ের মত;বল্লমের শব্দে সে হাসে।
30. তার নীচের দিকটা ভাংগা মাটির পাত্রের ধারালো টুকরার মত;সেইজন্য শস্য মাড়াবার যন্ত্রের মত তা কাদার উপর দাগ রেখে যায়।