2. তুমি কি তার নাকের মধ্য দিয়ে নলের দড়ি পরাতে পার,কিম্বা বড়শী দিয়ে তার চোয়াল ছেঁদা করতে পার?
3. সে কি তোমার দয়া চাইবে?সে কি তোমার সংগে নরম কথা বলবে?
4. চিরজীবন তাকে তোমার দাস করে রাখার জন্যসে কি তোমার সংগে কোন চুক্তি করবে?
5. পাখীর সংগে যেমন খেলা করেতেমনি কি তুমি তার সংগে খেলা করবেকিম্বা তোমার মেয়েদের খেলার জন্য তাঁকে বেঁধে রাখতে পারবে?
6. জেলেরা কি তার জন্য দর কষাকষি করবে?ব্যবসায়ীদের মধ্যে কি তাকে ভাগ করে দেবে?
7. তুমি কি তার চামড়া কোঁচ দিয়েকিম্বা তার মাথা টেটা দিয়ে বিঁধতে পার?
8. তুমি যদি তাকে ধরতে যাওতবে যে যুদ্ধ হবে তা তুমি কখনও ভুলবে না;তুমি আর কখনও তা করতে যাবে না।
9. তাকে দমন করবার সব আশাই মিথ্যা;তাকে দেখামাত্রই লোকে সাহস হারায়।
10. তাকে জাগাতে পারে এমন সাহসী কেউ নেই;তাহলে আমার সামনে কে দাঁড়াতে পারে?
11. আমার বিরুদ্ধে কার দাবি আছে যে,তার দাবি আমাকে মানতে হবে?আকাশের নীচে যা কিছু আছে সবই তো আমার।
12. “লিবিয়াথনের দেহের অংশগুলোর কথা আমি বলব,তার শক্তি ও তার দেহের গঠনের কথা বলব।
13. তার গায়ের চামড়া কে খুলতে পারে?কে তার বর্ম বিঁধতে পারে?
14. তার ভয় জাগানো দাঁতে ঘেরা মুখের দরজাকে খুলতে সাহস করবে?
15. তার পিঠের আঁশগুলো ঢালের সারির মত;সেগুলো শক্তভাবে একসংগে আট্কানো
16. আর এমনভাবে কাছাকাছি রয়েছে যে,তার মধ্য দিয়ে বাতাসও যেতে পারে না।
17. সেগুলো একটার সংগে অন্যটা যুক্ত হয়ে আছে;সেগুলো একসংগে লেগে আছে, আলাদা করা যায় না।
18. তার হাঁচিতে আলো ছুটে বের হয়;তার চোখ দু’টা ভোরের চক্চকে আলোর মত।
19. তার মুখ থেকে আগুনের শিখা বের হয়ে আসে;তা থেকে আগুনের ফুল্কি ছুটে বের হয়।
20. নল-খাগড়ার আগুনে গরম পাত্র থেকে যেমন ধমা বের হয়তেমনি ধূমা বের হয় তার নাক থেকে।