ইয়োব 41:14-22 পবিত্র বাইবেল (SBCL)

14. তার ভয় জাগানো দাঁতে ঘেরা মুখের দরজাকে খুলতে সাহস করবে?

15. তার পিঠের আঁশগুলো ঢালের সারির মত;সেগুলো শক্তভাবে একসংগে আট্‌কানো

16. আর এমনভাবে কাছাকাছি রয়েছে যে,তার মধ্য দিয়ে বাতাসও যেতে পারে না।

17. সেগুলো একটার সংগে অন্যটা যুক্ত হয়ে আছে;সেগুলো একসংগে লেগে আছে, আলাদা করা যায় না।

18. তার হাঁচিতে আলো ছুটে বের হয়;তার চোখ দু’টা ভোরের চক্‌চকে আলোর মত।

19. তার মুখ থেকে আগুনের শিখা বের হয়ে আসে;তা থেকে আগুনের ফুল্‌কি ছুটে বের হয়।

20. নল-খাগড়ার আগুনে গরম পাত্র থেকে যেমন ধমা বের হয়তেমনি ধূমা বের হয় তার নাক থেকে।

21. তার নিঃশ্বাসে কয়লা জ্বলে ওঠেআর মুখ থেকে আগুনের শিখা বের হয়।

22. তার ঘাড়ে শক্তি থাকে;ভীষণ ভয় তার আগে আগে চলে।

ইয়োব 41