7. “তুমি বীরের মত কোমর বাঁধ;আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবআর তুমি আমাকে উত্তর দেবে।
8. তুমি আমার ন্যায়বিচারকে কি অগ্রাহ্য করবে?তুমি যে নির্দোষ তা প্রমাণের জন্য কি তুমি আমাকে দোষী করবে?
9. তোমার কি ঈশ্বরের মত শক্তি আছে?তোমার স্বর কি তাঁর গর্জনের মত?
10. তাহলে নিজেকে সাজাও দেখি গৌরব ও মহিমায়,আর পরাও নিজেকে সম্মান ও মর্যাদার পোশাক।
11. তোমার ভয়ংকর ক্রোধ ঢেলে দাও;প্রত্যেক অহংকারী লোককে তোমার চাহনি দিয়ে নীচু কর।
12. সব অহংকারী লোকদের তোমার চাহনি দিয়ে নীচুতে নামাও;দুষ্টেরা যেখানে আছে সেখানেই তাদের গুঁড়া কর।
13. তাদের সবাইকে একসংগে ধুলায় ঢেকে ফেল;মৃতস্থানে তাদের বেঁধে রাখ।
14. তাহলে আমি নিজেই স্বীকার করে নেব যে,তোমার নিজের শক্তি তোমাকে রক্ষা করতে পারে।
15. “বহেমোৎকে দেখ, তোমার সংগে আমি তাকেও তৈরী করেছি;সে গরুর মতই ঘাস খায়।
16. তার কোমরে কি শক্তি!তার পেটের মাংসপেশীতে কত ক্ষমতা!
17. তার লেজ এরস গাছের মত নড়ে;তার ঊরুর মাংসপেশী শক্ত করে জোড়া লাগানো।
18. তার হাড়গুলো যেন ব্রোঞ্জের নল,সেগুলো লোহার ডাণ্ডার মত।