11. তোমার ভয়ংকর ক্রোধ ঢেলে দাও;প্রত্যেক অহংকারী লোককে তোমার চাহনি দিয়ে নীচু কর।
12. সব অহংকারী লোকদের তোমার চাহনি দিয়ে নীচুতে নামাও;দুষ্টেরা যেখানে আছে সেখানেই তাদের গুঁড়া কর।
13. তাদের সবাইকে একসংগে ধুলায় ঢেকে ফেল;মৃতস্থানে তাদের বেঁধে রাখ।
14. তাহলে আমি নিজেই স্বীকার করে নেব যে,তোমার নিজের শক্তি তোমাকে রক্ষা করতে পারে।
15. “বহেমোৎকে দেখ, তোমার সংগে আমি তাকেও তৈরী করেছি;সে গরুর মতই ঘাস খায়।
16. তার কোমরে কি শক্তি!তার পেটের মাংসপেশীতে কত ক্ষমতা!
17. তার লেজ এরস গাছের মত নড়ে;তার ঊরুর মাংসপেশী শক্ত করে জোড়া লাগানো।
18. তার হাড়গুলো যেন ব্রোঞ্জের নল,সেগুলো লোহার ডাণ্ডার মত।
19. ঈশ্বরের সৃষ্টির মধ্যে তার স্থান প্রধান;কেবল তার সৃষ্টিকর্তাই তাকে মেরে ফেলতে পারেন।
20. পাহাড়ে যা জন্মায় তা-ই সে খায়,সেখানকার সব বুনো পশুরা তার কাছেই খেলা করে।
21. বাব্লা গাছের নীচে সে শুয়ে থাকে;জলাভূমির নলবনের মধ্যে সে লুকিয়ে থাকে।