7. “এখন ভেবে দেখ, নির্দোষ হয়ে কে কবে ধ্বংস হয়েছে?সৎ লোকেরা কে কোথায় শেষ হয়েছে?
8. আমি দেখেছি যারা মন্দের চাষ করেআর অশান্তির বীজ বোনেতারা তা-ই কাটে।
9. ঈশ্বরের নিঃশ্বাসে তারা ধ্বংস হয়ে যায়আর শেষ হয়ে যায় তাঁর ক্রোধের ঝাপ্টায়।
10. সিংহেরা গর্জন ও গোঁ গোঁ শব্দ করে,তবুও সেই ভয়ংকর সিংহদের দাঁত ভেংগে যায়।
11. শিকার না পেলে সিংহ মরে যায়,আর সিংহীর বাচ্চাগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে।
12. “একটা বাক্য আমার কাছে চুপি চুপি আসল,তার ফিস্ ফিস্ শব্দ আমার কানে গেল।
13. রাতে মানুষ যখন অঘোরে ঘুমায়তখন স্বপ্ন দেখে আমি অস্থির হলাম;
14. ভয় আর কাঁপুনি আমাকে ধরল,আমার সব হাড়গুলো কেঁপে উঠল।
15. একটা আত্মা আমার সামনে দিয়ে চলে গেল,আর আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল।
16. সেই আত্মা থামল,কিন্তু সেটা যে কেমন তা আমি বুঝতে পারলাম না।আমার চোখের সামনে একটা কিছু দাঁড়াল,খুব আস্তে আমি এই স্বর শুনলাম,
17. ‘কোন মানুষ কি ঈশ্বরের চোখে নির্দোষ হতে পারে?তার সৃষ্টিকর্তার চোখে কি সে খাঁটি হতে পারে?
18. ঈশ্বর যদি তাঁর দাসদেরও বিশ্বাস না করেনআর ভুলের জন্য তাঁর স্বর্গদূতদের দোষী করেন,
19. তবে যারা মাটির ঘরে বাস করে,যাদের ভিত্তি হল ধুলা,যাদের পোকার মত সহজে পিষে ফেলা যায়,তারা ঈশ্বরের চোখে আরও কত না বেশী দোষী হবে!
20. সকাল থেকে সন্ধ্যার মধ্যেই তারা চুরমার হয়,চোখের আড়ালেই তারা চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়।