7. সে শহরের গোলমাল ঘৃণা করে,চালকের চিৎকার তার কানে আসে না।
8. তার চরবার জায়গা হল পাহাড়ী এলাকা;সে সেখানে সব রকম সবুজ গাছপালার খোঁজ করে।
9. “বুনো ষাঁড় কি তোমার কাজ করতে রাজী হবে?রাতে সে কি তোমার যাবপাত্রের কাছে থাকবে?
10. চাষের জমিতে কি তুমি তাকে জোয়ালের দড়ি দিয়ে বাঁধতে পারবে?সে কি তোমার জন্য উপত্যকায় চাষ করবে?
11. তার ভীষণ শক্তির জন্য কি তার উপর তুমি নির্ভর করবে?তোমার ভারী কাজ কি তুমি তাকে করতে দেবে?