12. সে যে তোমার ফসল ঘরে এনে খামারে জমা করবেসেই বিশ্বাস কি তুমি তার উপর করতে পারবে?
13. “উটপাখী জোরে জোরে ডানা ঝাপ্টায়,কিন্তু সারস পাখীর ডানা ও পালখের সংগে তার তুলনা হয় না।
14. উটপাখী মাটিতে ডিম পাড়েআর বালিতে তা গরম হতে দেয়;
15. তার মনেও থাকে না যে, তা পায়ে গুঁড়িয়ে যেতে পারেকিম্বা কোন বুনো পশু তা পায়ে মাড়াতে পারে।
16. তার বাচ্চাদের সংগে সে নিষ্ঠুর ব্যবহার করে,যেন সেগুলো তার নয়;সে চিন্তাও করে না যে,তার সমস পরিশ্রম বিফল হতে পারে,
17. কারণ ঈশ্বর তাকে জ্ঞান দেন নিকিম্বা বুঝবার শক্তিও দেন নি।
18. তবুও সে যখন পাখা ঝাপ্টায়তখন ঘোড়া ও তার সওয়ারকে সে হেসে উড়িয়ে দেয়।