ইয়োব 38:7-11 পবিত্র বাইবেল (SBCL)

7. তখন তো ভোরের তারাগুলো একসাথে গান গেয়েছিলআর স্বর্গদূতেরা সবাই আনন্দে চেঁচিয়ে উঠেছিল।

8. “যখন পৃথিবীর গর্ভ থেকে সমুদ্র বের হয়ে এসেছিলতখন কে তাকে দরজা দিয়ে বন্ধ করেছিল?

9. তখন আমি মেঘকে তার পোশাক করেছিলাম,আর তাকে ঘন অন্ধকারে জড়িয়ে দিয়েছিলাম।

10. আমি তার সীমা ঠিক করে দিয়েছিলাম;তার দরজা ও আগল আমি স্থাপন করেছিলাম।

11. আমি বলেছিলাম, ‘এই পর্যন্ত, আর নয়;এখানে তোমার গর্বিত ঢেউগুলোকে থামতে হবে।’

ইয়োব 38