3. তুমি বীরের মত কোমর বাঁধ;আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবআর তুমি আমাকে উত্তর দেবে।
4. আমি পৃথিবীর ভিত্তি স্থাপন করবার সময় তুমি কোথায় ছিলে?যদি তোমার বুদ্ধি থাকে তবে বল।
5. তুমি কি জান কে তার পরিমাণ ঠিক করেছে?কে তার উপর মাপের দড়ি ধরেছে?
6. কিসের উপর পৃথিবীর থামগুলো স্থাপন করা হয়েছিল?আর তার কোণের পাথরটাই বা কে স্থাপন করেছিল?
7. তখন তো ভোরের তারাগুলো একসাথে গান গেয়েছিলআর স্বর্গদূতেরা সবাই আনন্দে চেঁচিয়ে উঠেছিল।
8. “যখন পৃথিবীর গর্ভ থেকে সমুদ্র বের হয়ে এসেছিলতখন কে তাকে দরজা দিয়ে বন্ধ করেছিল?
9. তখন আমি মেঘকে তার পোশাক করেছিলাম,আর তাকে ঘন অন্ধকারে জড়িয়ে দিয়েছিলাম।
10. আমি তার সীমা ঠিক করে দিয়েছিলাম;তার দরজা ও আগল আমি স্থাপন করেছিলাম।
11. আমি বলেছিলাম, ‘এই পর্যন্ত, আর নয়;এখানে তোমার গর্বিত ঢেউগুলোকে থামতে হবে।’
12. “তুমি কি কখনও সকালকে আদেশ দিয়েছকিম্বা ভোরকে তার পথ দেখিয়ে দিয়েছ,
13. যাতে সে পৃথিবীর কিনারা ধরেদুষ্টদের সেখান থেকে ঝেড়ে ফেলতে পারে?
14. মাটিতে সীলমোহর করলে যেমন তা আকার পেয়ে স্পষ্ট হয়ে ওঠে,তেমনি দিনের আলো পাহাড়-পর্বতকেপোশাকের ভাঁজের মত স্পষ্ট করে তোলে।
15. দুষ্টদের আলো নিভিয়ে দেওয়া হয়,আর তাদের উঠানো হাত ভাংগা হয়।
16. “সমুদ্রের জন্মস্থানে কি তুমি গিয়েছকিম্বা সাগরের তলায় হেঁটেছ?