29. কার গর্ভ থেকে বরফ আসে?আকাশ থেকে যে হিম পড়ে তার জন্মই বা কে দিয়েছে?
30. জল জমে পাথরের মত হয়ে যায়,আর সাগরের উপরটা জমে যায়।
31. “তুমি কি কৃত্তিকা নামে তারাগুলো বাঁধতে পার?কালপুরুষ নামে তারাগুলোর বাঁধন খুলে দিতে পার?
32. তুমি কি তারাপুঞ্জকে তাদের ঋতু অনুসারে বের করে আনতে পার,কিম্বা সপ্তর্ষি ও তার ছেলেমেয়েদের পথ দেখাতে পার?
33. আকাশের আইন-কানুন কি তুমি জান?পৃথিবীতে কি সেই আইন-কানুন স্থাপন করতে পার?