ইয়োব 38:14-20 পবিত্র বাইবেল (SBCL)

14. মাটিতে সীলমোহর করলে যেমন তা আকার পেয়ে স্পষ্ট হয়ে ওঠে,তেমনি দিনের আলো পাহাড়-পর্বতকেপোশাকের ভাঁজের মত স্পষ্ট করে তোলে।

15. দুষ্টদের আলো নিভিয়ে দেওয়া হয়,আর তাদের উঠানো হাত ভাংগা হয়।

16. “সমুদ্রের জন্মস্থানে কি তুমি গিয়েছকিম্বা সাগরের তলায় হেঁটেছ?

17. মৃতস্থানের ফটক কি তোমাকে দেখানো হয়েছে?সেই অন্ধকার জায়গার দরজা কি তুমি দেখেছ?

18. পৃথিবীটা কত বড় তা কি তুমি ধারণা করতে পেরেছ?যদি তুমি এই সব জান তবে বল।

19. “আলোর বাসস্থানে যাওয়ার পথ কোথায়?আর অন্ধকারই বা কোথায় বাস করে?

20. তুমি কি তাদের বাসস্থানে তাদের নিয়ে যেতে পার?তাদের বাড়ী যাবার পথ কি তুমি জান?

ইয়োব 38