13. যাতে সে পৃথিবীর কিনারা ধরেদুষ্টদের সেখান থেকে ঝেড়ে ফেলতে পারে?
14. মাটিতে সীলমোহর করলে যেমন তা আকার পেয়ে স্পষ্ট হয়ে ওঠে,তেমনি দিনের আলো পাহাড়-পর্বতকেপোশাকের ভাঁজের মত স্পষ্ট করে তোলে।
15. দুষ্টদের আলো নিভিয়ে দেওয়া হয়,আর তাদের উঠানো হাত ভাংগা হয়।
16. “সমুদ্রের জন্মস্থানে কি তুমি গিয়েছকিম্বা সাগরের তলায় হেঁটেছ?