1. তখন সদাপ্রভু ঝড়ের মধ্য থেকে ইয়োবকে উত্তর দিলেন। তিনি বললেন,
2. “এ কে, যে জ্ঞানহীন কথা দিয়েআমার পরিকল্পনাকে সন্দেহ করে?
3. তুমি বীরের মত কোমর বাঁধ;আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবআর তুমি আমাকে উত্তর দেবে।
4. আমি পৃথিবীর ভিত্তি স্থাপন করবার সময় তুমি কোথায় ছিলে?যদি তোমার বুদ্ধি থাকে তবে বল।
5. তুমি কি জান কে তার পরিমাণ ঠিক করেছে?কে তার উপর মাপের দড়ি ধরেছে?
6. কিসের উপর পৃথিবীর থামগুলো স্থাপন করা হয়েছিল?আর তার কোণের পাথরটাই বা কে স্থাপন করেছিল?
7. তখন তো ভোরের তারাগুলো একসাথে গান গেয়েছিলআর স্বর্গদূতেরা সবাই আনন্দে চেঁচিয়ে উঠেছিল।
8. “যখন পৃথিবীর গর্ভ থেকে সমুদ্র বের হয়ে এসেছিলতখন কে তাকে দরজা দিয়ে বন্ধ করেছিল?
39-40. “যখন সিংহেরা গর্তের মধ্যে শুয়ে থাকেকিম্বা ঘন ঝোপে ওৎ পেতে থাকে,তখন সিংহীর জন্য কি তুমি শিকারের খোঁজ করআর খিদের সময় সিংহকে খাবার দাও?