14. “ইয়োব, আপনি এই কথা শুনুন;স্থির হয়ে ঈশ্বরের আশ্চর্য কাজের কথা ভাবুন।
15. আপনি কি জানেন কেমন করে ঈশ্বর মেঘকে দমনে রাখেনআর তাঁর বিদ্যুৎকে চম্কাতে দেন?
16. আপনি কি জানেন কেমন করে মেঘ ঝুলে থাকে?যিনি জ্ঞানে পরিপূর্ণ তাঁর আশ্চর্য কাজ কি আপনি জানেন?
17. দখিনা বাতাসে যখন দেশ নীরব হয়ে যায়তখন আপনি তো আপনার কাপড়-চোপড়ে গরম বোধ করেন।
18. ছাঁচে ঢালা আয়নার মত শক্ত যে আকাশতা কি আপনি ঈশ্বরের সংগে বিছিয়েছেন?
19. “তাঁকে কি বলা উচিৎ তা আপনি আমাদের বলুন;আমরা জ্ঞানহীন বলে তাঁকে আমাদের কথা জানাতে পারি না।
20. তাঁকে কি বলতে হবে যে, আমি কথা বলতে চাই?কোন মানুষ কি চাইবে যে, তাকে গিলে ফেলা হোক?
21. বাতাসে আকাশ পরিষ্কার হয়ে যখন সূর্য উজ্জ্বল হয়তখন তার দিকে কেউ তাকাতে পারে না।