ইয়োব 36:6-10 পবিত্র বাইবেল (SBCL)

6. তিনি দুষ্টদের বাঁচিয়ে রাখেন নাকিন্তু যারা অত্যাচার ভোগ করে তাদের ন্যায়ভাবে বিচার করেন।

7. তিনি নির্দোষ লোকদের থেকে তাঁর চোখ ফিরিয়ে নেন না;তিনি রাজাদের সংগে তাদের বসিয়ে দেনআর চিরদিনের জন্য তাদের সম্মানিত করেন।

8. কিন্তু লোকেরা যদি পাপের জন্য শিকলে বাঁধা থাকে,বাঁধা থাকে যনণার দড়িতে,

9. তবে তারা যা করেছে তা তিনি তাদের দেখিয়ে দেন,দেখিয়ে দেন যে, তারা গর্বের সংগে পাপ করেছে।

10. তিনি তাদের সংশোধনের জন্য উপদেশ দেনআর মন্দ থেকে মন ফিরাতে আদেশ দেন।

ইয়োব 36