26. ঈশ্বর যে কত মহান তা আমরা বুঝতেও পারি না।তাঁর বয়স কত তা জানতে পারা সম্ভব নয়।
27. “তিনি জলের ফোঁটা টেনে নেন,সেগুলো বাষ্প হয় এবং বৃষ্টি হয়ে পড়ে।
28. মেঘ তা ঢেলে দেয়,আর মানুষের উপর প্রচুর বৃষ্টি পড়ে।
29. কে বুঝতে পারে তিনি কেমন করে মেঘ বিছিয়ে দেন?কিম্বা তাঁর বাসস্থান থেকে মেঘের গর্জন করেন?
30. তিনি তাঁর চারপাশে বিদ্যুৎ ছড়িয়ে দেনআর সমুদ্রের তলা ঢেকে দেন।