22. “ঈশ্বর ক্ষমতায় মহান।তাঁর মত শিক্ষক আর কে আছে?
23. কে তাঁকে সংশোধন করতে পারেকিম্বা তাঁকে বলতে পারে, ‘তুমি অন্যায় করেছ’?
24. তাঁর কাজের প্রশংসা করতে ভুলবেন না;গানের মধ্য দিয়েই তো মানুষ তাঁর কাজের প্রশংসা করেছে।
25. সমস্ত মানুষ তাঁর কাজ দেখেছে,কিন্তু তারা তা দর থেকেই দেখেছে।
26. ঈশ্বর যে কত মহান তা আমরা বুঝতেও পারি না।তাঁর বয়স কত তা জানতে পারা সম্ভব নয়।
27. “তিনি জলের ফোঁটা টেনে নেন,সেগুলো বাষ্প হয় এবং বৃষ্টি হয়ে পড়ে।
28. মেঘ তা ঢেলে দেয়,আর মানুষের উপর প্রচুর বৃষ্টি পড়ে।
29. কে বুঝতে পারে তিনি কেমন করে মেঘ বিছিয়ে দেন?কিম্বা তাঁর বাসস্থান থেকে মেঘের গর্জন করেন?
30. তিনি তাঁর চারপাশে বিদ্যুৎ ছড়িয়ে দেনআর সমুদ্রের তলা ঢেকে দেন।
31. এই সব দ্বারা তিনি সমস্ত জাতিকে শাসন করেনআর প্রচুর পরিমাণে খাবার যোগান।
32. তিনি তাঁর হাত দিয়ে বিদ্যুৎ ধরেনআর তাঁর লক্ষ্যবস্তুকে আঘাত করতে আদেশ দেন।