ইয়োব 36:18-29 পবিত্র বাইবেল (SBCL)

18. সতর্ক থাকুন যেন আপনার রাগের দরুনআপনার ধন-সম্পদ আপনাকে ভুল পথে নিয়ে না যায়;যে বড় মাসুল আপনি দিয়েছেন তা যেন আপনাকে বিপথে না নেয়।

19. আপনার ধন-সম্পদ কিম্বা আপনার সমস্ত ক্ষমতাকি আপনাকে দুঃখ-কষ্ট থেকে রক্ষা করতে পারে?

20. আপনি সেই রাতের আশা করবেন নাযে সময় লোকে মারা যায়।

21. সাবধান হন, মন্দের দিকে ফিরবেন না,কারণ কষ্ট পাওয়ার চেয়ে মন্দই আপনার কাছে প্রিয়।

22. “ঈশ্বর ক্ষমতায় মহান।তাঁর মত শিক্ষক আর কে আছে?

23. কে তাঁকে সংশোধন করতে পারেকিম্বা তাঁকে বলতে পারে, ‘তুমি অন্যায় করেছ’?

24. তাঁর কাজের প্রশংসা করতে ভুলবেন না;গানের মধ্য দিয়েই তো মানুষ তাঁর কাজের প্রশংসা করেছে।

25. সমস্ত মানুষ তাঁর কাজ দেখেছে,কিন্তু তারা তা দর থেকেই দেখেছে।

26. ঈশ্বর যে কত মহান তা আমরা বুঝতেও পারি না।তাঁর বয়স কত তা জানতে পারা সম্ভব নয়।

27. “তিনি জলের ফোঁটা টেনে নেন,সেগুলো বাষ্প হয় এবং বৃষ্টি হয়ে পড়ে।

28. মেঘ তা ঢেলে দেয়,আর মানুষের উপর প্রচুর বৃষ্টি পড়ে।

29. কে বুঝতে পারে তিনি কেমন করে মেঘ বিছিয়ে দেন?কিম্বা তাঁর বাসস্থান থেকে মেঘের গর্জন করেন?

ইয়োব 36