ইয়োব 34:21-24 পবিত্র বাইবেল (SBCL)

21. “মানুষের চলাফেরার উপর ঈশ্বরের চোখ আছে;তাদের প্রতিটি ধাপ তিনি দেখেন।

22. এমন কোন অন্ধকার জায়গা বা ঘন ছায়া নেইযেখানে মন্দ কাজ করা লোকেরা লুকাতে পারে।

23. মানুষের বিচারের জন্য ঈশ্বরের কোন খোঁজ নেবার দরকার নেই;

24. তদন্ত না করেই তিনি শক্তিমানদের চুরমার করেনআর তাদের জায়গায় অন্যদের বসিয়ে দেন।

ইয়োব 34