ইয়োব 34:16-23 পবিত্র বাইবেল (SBCL)

16. “যদি আপনাদের বুদ্ধি থাকে তবে এই কথা শুনুন;আমার কথায় কান দিন।

17. যিনি ন্যায়বিচার ঘৃণা করেন তিনি কি শাসন করতে পারেন?আপনারা কি ন্যায়বান ও ক্ষমতাশালীকে দোষ দেবেন?

18. তিনি তো রাজাদের বলেন, ‘তোমরা অপদার্থ,’আর প্রধান লোকদের বলেন, ‘তোমরা দুষ্ট।’

19. তিনি শাসনকর্তাদের পক্ষ নেন না,গরীবদের ফেলে ধনীদের বড় মনে করেন না,কারণ তারা সবাই তাঁরই হাতের কাজ।

20. তারা হঠাৎ মারা যায়, মারা যায় মাঝরাতে;তাদের নাড়ানো হলে তারা ধ্বংস হয়;কেউ কিছু না করলেও শক্তিমানেরা মারা যায়।

21. “মানুষের চলাফেরার উপর ঈশ্বরের চোখ আছে;তাদের প্রতিটি ধাপ তিনি দেখেন।

22. এমন কোন অন্ধকার জায়গা বা ঘন ছায়া নেইযেখানে মন্দ কাজ করা লোকেরা লুকাতে পারে।

23. মানুষের বিচারের জন্য ঈশ্বরের কোন খোঁজ নেবার দরকার নেই;

ইয়োব 34