14. যদি তিনি তাঁর নিজের কথাই ভাবতেনআর তাঁর আত্মা ও নিঃশ্বাস নিজের কাছে ফিরিয়ে নিতেন,
15. তবে সব মানুষ একসংগে ধ্বংস হয়ে যেত,তারা আবার ধুলা হয়ে যেত।
16. “যদি আপনাদের বুদ্ধি থাকে তবে এই কথা শুনুন;আমার কথায় কান দিন।
17. যিনি ন্যায়বিচার ঘৃণা করেন তিনি কি শাসন করতে পারেন?আপনারা কি ন্যায়বান ও ক্ষমতাশালীকে দোষ দেবেন?