ইয়োব 34:1-6 পবিত্র বাইবেল (SBCL)

1. তারপর ইলীহূ বললেন,

2. “হে জ্ঞানী লোকেরা, আমার কথা শুনুন;হে বুদ্ধিমানেরা, আমার কথায় কান দিন।

3. জিভ্‌ যেমন করে খাবারের স্বাদ নেয়তেমনি করে কান লোকের কথা পরীক্ষা করে দেখে।

4. কোন্‌টা ঠিক, আসুন, আমরা তা বিচার করে দেখি;কোন্‌টা ভাল আমরা তা খুঁজে দেখি।

5. “ইয়োব বলছেন, ‘আমি নির্দোষ,কিন্তু ঈশ্বর ন্যায়ভাবে আমার বিচার করেন নি।

6. আমি ঠিক কথা বললেও আমাকে মিথ্যাবাদী মনে করা হয়েছে;বিনা দোষে আমি এমন আঘাত পেয়েছি যা ভাল হয় না।’

ইয়োব 34