ইয়োব 33:3-8 পবিত্র বাইবেল (SBCL)

3. আমার কথা খাঁটি অন্তর থেকে আসছে;আমি যা জানি তা আমার মুখ সরলভাবে বলবে।

4. ঈশ্বরের আত্মা আমাকে তৈরী করেছেন;সর্বশক্তিমানের নিঃশ্বাসে আমি জীবন পাŽিছ।

5. আপনি যদি পারেন তবে আমাকে উত্তর দিন;নিজের কথা গুছিয়ে নিয়ে আমার মুখোমুখি হন।

6. ঈশ্বরের সামনে আমি ও আপনি সমান;আমাকেও মাটি দিয়ে তৈরী করা হয়েছে।

7. আমাকে যেন আপনি ভয় না পান,কিম্বা আমার কথার চাপ যেন আপনার উপর ভারী না হয়।

8. “তবে আপনি আমার সামনেই কথা বলেছেন;আপনি যা বলেছেন ঠিক তা-ই আমি শুনেছি;

ইয়োব 33