6. সঠিক দাঁড়িপাল্লায় ঈশ্বর যেন আমাকে ওজন করেন,তাহলে তিনি জানতে পারবেন যে, আমি নির্দোষ।
7. যদি আমি বিপথে পা দিয়ে থাকি,আমার চোখ যদি আমার অন্তরকে পাপ করিয়ে থাকে,কিম্বা আমার হাতে যদি কোন পাপের দাগ লেগে থাকে,
8. তবে আমি যা বুনেছি তা যেন অন্যেরা খায়,আমার শস্য যেন উপ্ড়ে ফেলা হয়।
9. “আমার অন্তর যদি কোন স্ত্রীলোকের দিকে গিয়ে থাকে,কিম্বা যদি প্রতিবেশীর দরজার কাছে আমি ওৎ পেতে থাকি,
10. তবে আমার স্ত্রী যেন অন্য লোকের যাঁতা ঘুরায়,আর অন্য লোক যেন তার সংগে শোয়।
11. আমার পক্ষে তা হবে একটা জঘন্য কাজ,বিচারকদের দ্বারা শাস্তি পাওয়ার মত পাপ।
12. সেই পাপ এমন আগুনের মত যা মৃতস্থান পর্যন্ত জ্বলছে,তা আমার সব কিছু পুড়িয়ে ফেলতে পারে।
13. “আমার দাসদাসীরা আমার বিরুদ্ধে কোন নালিশ জানালেযদি আমি তার বিচার করতে রাজী না হয়ে থাকি,
14. তবে ঈশ্বর যখন আমার মুখোমুখি হবেনতখন আমি কি করব?আমি তাঁকে কি কৈফিয়ৎ দেব?