19. যদি আমি কাউকে কাপড়-চোপড়ের অভাবে মরতে দেখে থাকিকিম্বা অভাবী লোককে উলংগ দেখে থাকি,
20. ভেড়ার লোমের কাপড় দিয়ে তাকে গরমে রেখেছি বলেযদি তার অন্তর আমাকে আশীর্বাদ না করে থাকে,
21. বিচার-সভায় আমার ক্ষমতা আছে বলেআমি যদি অনাথদের গায়ে হাত তুলে থাকি,
22. তাহলে কাঁধ থেকে আমার হাত যেন খসে পড়ে,হাড়ের জোড়া থেকে যেন তা ভেংগে পড়ে,
23. কারণ আমি ঈশ্বরের দেওয়া শাস্তির ভয় করি;তাঁর মহিমা এত বেশী যে, তাঁর ভয়ে আমি ঐ সব করতে পারি না।
24. “সোনার উপর যদি আমি নির্ভর করে থাকি,কিম্বা খাঁটি সোনাকে বলে থাকি, ‘তোমার উপরেই আমার নির্ভরতা,’
25. আমার নিজ হাত দিয়ে যে সম্পদ আমি লাভ করেছিসেই মহাধন নিয়ে যদি আমি আনন্দ করে থাকি,
26. যদি উজ্জ্বল সূর্যের এবং জ্যোৎস্না-ভরা চাঁদের দিকে তাকিয়ে থাকি,
27. আর তাতে যদি আমার অন্তর গোপনে তাদের দিকে গিয়ে থাকে,তাদের চুম্বন করবার উদ্দেশ্যে যদি আমার হাতে চুম্বন করে থাকি,
28. তাহলে এগুলোও হল শাস্তি পাবার মত পাপ,কারণ তাতে আমি স্বর্গের ঈশ্বরকে অস্বীকার করেছি।
29. “আমার শত্র€র দুর্ভাগ্যে আমি আনন্দ করি নিকিম্বা তার কষ্টের সময়ে খুশী হই নি।
30. তার প্রাণের বিরুদ্ধে অভিশাপের কথা বলেআমার মুখকে আমি পাপ করতে দিই নি।