16. “আমি যদি গরীবদের অভাব না মিটিয়ে থাকি,কিম্বা বিধবাদের নিরাশ করে থাকি,
17. যদি আমার খাবার আমি অনাথদের না দিয়ে একা খেয়ে থাকি-
18. অবশ্য আমার অল্প বয়স থেকেই তাদের আমি বাবার মত পালন করেছিআর আমার জন্মের পর থেকেই বিধবাদের দেখাশোনা করেছি-
19. যদি আমি কাউকে কাপড়-চোপড়ের অভাবে মরতে দেখে থাকিকিম্বা অভাবী লোককে উলংগ দেখে থাকি,