ইয়োব 30:26-30 পবিত্র বাইবেল (SBCL)

26. কিন্তু যখন আমি মংগলের আশা করলাম তখন অমংগল ঘটল;যখন আলোর অপেক্ষা করলাম তখন অন্ধকার হল।

27. আমার ভিতরটা তোলপাড় করছে, থামছে না;যন্ত্রণার দিন আমার সামনে উপস্থিত হয়েছে।

28. আমি রোদহীন দিনের মত কালো মুখে ঘুরে বেড়াচ্ছি;আমি সভার মধ্যে উঠে দাঁড়িয়ে সাহায্য চাই।

29. আমি শিয়ালের ভাই ও উটপাখীর বন্ধু হয়েছি।

30. আমার চামড়া কালো হয়ে উঠে যাচ্ছে;জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে।

ইয়োব 30