10. তারা আমাকে ঘৃণা করে আমার কাছ থেকে দরে থাকে;আমার মুখে থুথু ফেলতেও তারা ভয় পায় না।
11. ঈশ্বর আমাকে শক্তিহীন করেছেন আর আমাকে কষ্টে ফেলেছেন;কাজেই তারা কোন বাধা না মেনেই আমার বির€দ্ধে উঠেছে।
12. উগ্র যুবকেরা যেন ডান দিক থেকে আমাকে আক্রমণ করেআর আমাকে পালিয়ে যেতে বাধ্য করে;আমাকে আক্রমণ করতে তারা দেয়াল পার হবার জন্যঢিবি তৈরী করে।
13. তারা আমার পথ আট্কায়;কারও সাহায্য ছাড়াই তারা আমার সর্বনাশ করে।
14. তারা যেন দেয়ালের বড় ফাঁকের মধ্য দিয়ে এগিয়ে আসে;ধ্বংসসূপের মধ্য দিয়েও তারা তাড়াতাড়ি এসে পড়ে।
15. নানারকম ভয় আমাকে ঢেকে ফেলে;সেই ভয় আমার সম্মানকে বাতাসের মত উড়িয়ে দেয়;আমার সফলতা মেঘের মত মিলিয়ে যায়।
16. “এখন আমার জীবনে ভাটা পড়েছে;কষ্টের দিনগুলো আমাকে আক্রমণ করেছে।
17. রাতে আমার হাড়ের মধ্যে ভীষণ ব্যথা করে;সেই চিবানো ব্যথা কখনও থামে না।
18. ঈশ্বর কুসিগীরের মত তাঁর মহাশক্তিতে আমার কাপড় ধরেন,আমার জামার গলার মত করে তিনি আমাকে জাপ্টে ধরেন;
19. তারপর তিনি আমাকে কাদায় ছুঁড়ে ফেলে দেন।আমি তো ধুলা আর ছাইয়ের মত হয়ে গেছি।
20. “হে ঈশ্বর, আমি তোমার কাছে কাঁদি,কিন্তু তুমি উত্তর দাও না;আমি দাঁড়িয়ে থাকি, কিন্তু তুমি কেবল আমার দিকে চেয়ে দেখ।
21. তুমি আমার প্রতি নিষ্ঠুর ব্যবহার করছ;তোমার শক্তিশালী হাতে তুমি আমাকে আক্রমণ করেছ।