ইয়োব 30:1-9 পবিত্র বাইবেল (SBCL)

1. “কিন্তু এখন যারা আমার চেয়ে বয়সে ছোটতারা আমাকে ঠাট্টা-বিদ্রূপ করে;তাদের পিতাদের আমি আমার ভেড়ার পাল রক্ষাকারীকুকুরদের সংগে রাখতেও ঘৃণা বোধ করতাম।

2. তাদের শক্তি আমার কি কাজে লাগত?তাদের কোন শক্তিই ছিল না।

3. অভাব ও খিদের দর€ন তাদের চেহারা শুকনা ছিল;তারা রাতের বেলা নির্জন পোড়ো জায়গায় যা পেত তা-ই চিবাত।

4. তারা ঝোপের মধ্য থেকে স্বাদহীন শাক তুলত;রেতম গাছের শিকড় তাদের খাবার ছিল।

5. লোকসমাজ থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল;তারা যেন চোর সেইভাবে লোকেরা তাদের পিছনে চিৎকার করত।

6. শুকনা নদীর বুকে তাদের বাস করতে হত;তারা মাটির গর্তে ও পাহাড়ের ফাটলে থাকত।

7. ঝোপের মধ্য থেকে তারা গাধার মত ডাকত,আগাছার মধ্যে ঠাসাঠাসি করে বাস করত।

8. তারা ছিল অপদার্থ ও দুর্নামের পাত্র;দেশ থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল।

9. “আর এখন তাদের ছেলেরা গান গেয়ে গেয়েআমাকে ঠাট্টা-বিদ্রূপ করে;তাদের কাছে আমি হয়েছি একটা টিট্‌কারির পাত্র।

ইয়োব 30