8. যারা দিনগুলো খারাপ হওয়ার জন্য মন্ত্র পড়েআর লিবিয়াথনকে জাগাতে পারেতারা ঐ দিনটাকে অভিশাপ দিক।
9. তার ভোর রাতের সব তারা অন্ধকার হয়ে যাক;সে আলোর জন্য মিথ্যাই বসে থাকুক;সে যেন ভোরের প্রথম আলো দেখতে না পায়,
10. কারণ সে আমার মায়ের গর্ভের দরজা বন্ধ করে নি,আমাকে কষ্ট থেকে দূরে রাখে নি।
11. “আমি কেন গর্ভে থাকতে মরি নি?কেনই বা পেট থেকে পড়েই মরলাম না?
12. মায়ের কোল কেন আমাকে গ্রহণ করেছিল?কেনই বা তাঁর বুকের দুধ তিনি আমাকে দিয়েছিলেন?
13. তা না হলে তো আমি এখন শান্তিতে শুয়ে থাকতে পারতাম,আমি ঘুমাতাম আর বিশ্রাম পেতাম।
14. আমি সেই রাজাদের আর সেই মন্ত্রীদের সংগে থাকতামযাঁরা একদিন নিজেদের জন্য দালান গড়েছিলেনযেগুলো আজ ধ্বংস হয়ে পড়ে আছে।
15. আমি সেই শাসনকর্তাদের সংগে থাকতামযাঁদের প্রচুর সোনা ছিল,যাঁরা রূপা দিয়ে ঘর-বাড়ী ভরে রাখতেন।
16. যে শিশু দিনের আলো দেখতে পায় নি,কেন পেটে মরে-যাওয়া সেই শিশুর মতআমাকে মাটির মধ্যে লুকিয়ে রাখা হল না?
17. সেখানে তো দুষ্ট লোকেরা হাংগামা করে না,আর ক্লান্ত লোকেরা বিশ্রাম পায়।
18. বন্দীরা সবাই সেখানে আরাম ভোগ করে;অত্যাচারীদের চিৎকার আর সেখানে শোনা যায় না।
19. ছোট ও বড় সবাই সেখানে আছে,আর দাসেরা সেখানে মনিবের হাত থেকে মুক্ত।
20. “যারা দুঃখে আছে, কেন তাদের আলো দেখতে দেওয়া হয়আর তেতো প্রাণকে দেওয়া হয় জীবন?
21. তারা মৃত্যু চায় কিন্তু তা পায় না,যদিও তারা গুপ্তধনের চেয়েও বেশী করে তার খোঁজ করে।
22. তারা কবরে পৌঁছাতে পারলে আনন্দিত হয়,আর তার জন্য তারা খুব আনন্দ করে।