15. আমি সেই শাসনকর্তাদের সংগে থাকতামযাঁদের প্রচুর সোনা ছিল,যাঁরা রূপা দিয়ে ঘর-বাড়ী ভরে রাখতেন।
16. যে শিশু দিনের আলো দেখতে পায় নি,কেন পেটে মরে-যাওয়া সেই শিশুর মতআমাকে মাটির মধ্যে লুকিয়ে রাখা হল না?
17. সেখানে তো দুষ্ট লোকেরা হাংগামা করে না,আর ক্লান্ত লোকেরা বিশ্রাম পায়।
18. বন্দীরা সবাই সেখানে আরাম ভোগ করে;অত্যাচারীদের চিৎকার আর সেখানে শোনা যায় না।
19. ছোট ও বড় সবাই সেখানে আছে,আর দাসেরা সেখানে মনিবের হাত থেকে মুক্ত।
20. “যারা দুঃখে আছে, কেন তাদের আলো দেখতে দেওয়া হয়আর তেতো প্রাণকে দেওয়া হয় জীবন?
21. তারা মৃত্যু চায় কিন্তু তা পায় না,যদিও তারা গুপ্তধনের চেয়েও বেশী করে তার খোঁজ করে।
22. তারা কবরে পৌঁছাতে পারলে আনন্দিত হয়,আর তার জন্য তারা খুব আনন্দ করে।
23. যে মানুষের পথ তার কাছে গুপ্ত,যাকে ঈশ্বর আট্কে রেখেছেন,কেন সেই মানুষকে জীবন দেওয়া হয়?
24. আমার দীর্ঘনিঃশ্বাসই আমার খাবার হয়েছে,আর আমার কাত্রানি জলের মত ঢেলে পড়ছে।
25. আমি যা ভয় করেছিলামতা-ই আমার উপর এসে পড়েছে;যা হবে বলে আমার ভীষণ ভয় হয়েছিলতা-ই আমার উপর ঘটেছে।