4. আমার সেই সফলতার দিনগুলোতেঈশ্বর তাঁর ঘনিষ্ঠ বন্ধুভাব দিয়ে আমার তাম্বুকে আশীর্বাদ করতেন।
5. সর্বশক্তিমান তখন আমার সংগে ছিলেনআর আমার চারপাশে আমার ছেলেমেয়েরা ছিল;
6. আমার জীবন-পথ আরামে ভরা ছিল,আর আমার জন্য পাথর থেকে জলপাই-তেলের স্রোত বইত।
7. “যখন আমি শহরের ফটকে গিয়েসেখানকার চকে আমার আসন গ্রহণ করতাম,
8. তখন যুবকেরা আমাকে দেখে সরে দাঁড়াতআর বুড়ো লোকেরা উঠে দাঁড়াতেন;
9. উঁচু পদের লোকেরা কথা বলা বন্ধ করতেনআর হাত দিয়ে মুখ ঢাকতেন;
10. নেতাদের গলার স্বর থেমে যেত,আর তাদের জিভ্ তালুতে আট্কে যেত।
11. যারা আমার কথা শুনত তারা আমাকে ধন্য বলত,আর যারা আমাকে দেখত তারা আমার প্রশংসা করত,
12. কারণ সাহায্যের জন্য যে গরীবেরা কাঁদতআর যে অনাথদের সাহায্যকারী কেউ ছিল না,তাদের আমি রক্ষা করতাম।