ইয়োব 29:21-24 পবিত্র বাইবেল (SBCL)

21. “লোকে আমার কথা শুনবার জন্য অপেক্ষা করত,আমার পরামর্শের জন্য নীরব থাকত।

22. আমার কথার পরে তারা আর কথা বলত না;আমি তাদের কাছে নরমভাবে কথা বলতাম।

23. বৃষ্টির জন্য যেমন লোকে অপেক্ষা করেতেমনি তারা আমার কথার জন্য অপেক্ষা করত;বসন্তকালের বৃষ্টির মতই তারা আমার কথা গ্রহণ করত।

24. আমি সাধারণ লোকদের দিকে তাকিয়ে হাসলে তারা আশ্চর্য হত;আমার হাসি তারা মনে গেঁথে রেখে আশায় বুক বাঁধত।

ইয়োব 29